Breaking News

প্রেমের টানে দিনাজপুর ছুটে এলেন অস্ট্রিয়ান প্রকৌশলী

প্রেমের টানে বাংলাদেশের দিনাজপুরে ছুটে এসেছেন অস্ট্রিয়ান প্রকৌশলী অ্যাড্রিয়ান বারিসো। গত ৭ আগস্ট বাংলাদেশে এসেছেন তিনি। পরদিন ৮ আগস্ট ঢাকা থেকে দিনাজপুরে আসেন। গত মঙ্গলবার (৯ আগস্ট) রাতে শহরের একটি রেস্টুরেন্টে প্রেমিকা রুম্পাকে বিয়ে করেন আড্রিয়ান।

জানা গেছে, ২০১৯ সালে অ্যাড্রিয়ানের সঙ্গে আমেরিকায় দেখা হয় বাংলাদেশি মেয়ে রুম্পার। সেখানে তাদের কথা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়মিত কথাবার্তা হতো। এরপর দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেন। দুই পরিবারের কথাবার্তার মাধ্যমে তারা ২০২০ সালে বিয়ে করার জন্য সম্মত হন। তবে করোনার কারণে তখন সম্ভব হয়নি
অবশেষে সেটা সম্ভব হলো গত ৯ আগস্ট। রুম্পা দিনাজপুরের উপশহর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে।

রুম্পা ঢাকা পোস্টকে বলেন, অ্যাড্রিয়ান অনেক ভালো মানুষ। সে মুসলিম এবং পেশায় প্রকৌশলী। আমাদের জন্য দোয়া করবেন, যেন সারাজীবন এভাবে একসঙ্গে থাকতে পারি। তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যে স্বামীর সঙ্গে অস্ট্রিয়ায় চলে যাব। সেখানে তার সঙ্গে সংসার করব।
এ বিষয়ে অ্যাড্রিয়ান বারিসো বলেন, রুম্পার সঙ্গে পরিচয় ২০১৯ সালে। প্রায় চার বছর ধরে আমাদের যোগাযোগ আছে। আমি দ্রুত স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই। বাংলাদেশের সবুজ প্রকৃতি ও মানুষ খুব ভালো লেগেছে।

Check Also

শাকিব খান বুবলীর প্রথম স্বামী নন!

চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী যেমন ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী নন, তেমনি শাকিব খানও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *