Breaking News
মিসরীয় তরুণী বীরগঞ্জের বউ, ছেলে-মেয়ে নিয়ে সুখের সংসার

মিসরীয় তরুণী বীরগঞ্জের বউ, সংসারও শুরু করেছেন

ভাষা, সংস্কৃতি ও দূরত্বের সব ব্যবধান ভুলে বাংলাদেশি যুবককে বিয়ে করেছেন মিসরীয় এক তরুণী। তার নাম নুরহান (২০)। তিনি বাংলাদেশে এসে কৃষক পরিবারে সংসারও শুরু করেছেন।

এখন থেকে প্রায় চার বছর আগে মিসরে কাজের সুবাদে পরিচয় হয় বাংলাদেশি যুবক শমসেরের (৩৫) সঙ্গে। পরিচয় থেকে তাদের মধ্যে হয়ে উঠে বন্ধুত্বের সম্পর্ক। তারপর প্রেম। আর সেই প্রেম দুই মাসের মাথায় পরিণয়ে রুপ নেয়, অর্থাৎ বিয়ে করেন তারা। এরপর চার বছর পর দুই সন্তানসহ গত ১০ জুলাই স্বামীর বাড়ি বাংলাদেশে এসেছেন নুরহান।

এই দম্পতির এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। মেয়ের নাম রুকাইয়া, তিন বছর বয়স ও ছেলে মো. ইয়াসিন, বয়স ১১ মাস।
পিরামিডের দেশের তরুণীকে বধু হিসেবে নিজ দেশে পেয়ে খুশির বন্যা বইছে শমসেরের পরিবারের। এ খবর ছড়িয়ে পড়তেই বিদেশি বধূকে দেখার জন্য প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ আসছেন তাকে দেখতে।

শমসের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামের কৃষক বাদশা মিয়ার ছেলে।

শমসেরের স্ত্রী নুরহান জানিয়েছেন, পরিবারের মতামত নিয়ে বাংলাদেশে এসেছেন তিনি। বাংলাদেশ দেখতে অনেক সুন্দর। খোলা মাঠ আর চারপাশে সবুজ প্রান্তরে প্রাণ জুড়িয়ে যায়। স্বামীর সঙ্গে এখানে সংসার করার ইচ্ছা তার।

শমসের জানিয়েছেন, আমাদের দু’জনের ভাষা-সংস্কৃতি আলাদা হলেও এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।

Check Also

শাকিব খান বুবলীর প্রথম স্বামী নন!

চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী যেমন ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী নন, তেমনি শাকিব খানও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *