Breaking News

জামায়াতের ১১ নারী সদস্য কারাগারে

চাঁদপুরের হাজীগঞ্জের একটি বাসা থেকে গোপন বৈঠককালে জামায়াতের ১১ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

আটক নারী সদস্যরা হলেন কচুয়া উপজেলার নাসরিন খানম, আঞ্জুমানারা লাকি, শাহানারা বেগম, হাজীগঞ্জ উপজেলার বাড্ডা গ্রামের ফাতেমা, মকিমাবাদের হাসিনা, চিলাচৌঁ গ্রামের সালমা আহম্মদ, শাহরাস্তি উপজেলার রাগৈই গ্রামের জেসমিন আক্তার, বানিয়াচৌ গ্রামের নিহারা বেগম, বাদিয়া গ্রামের শিরিনা বেগম, মাসুদা বেগম, শেলিনা আক্তার।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়ের সৈয়দ।

তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. সফিকুর রহমানকে গ্রেপ্তার করার প্রতিবাদে নাশকতামূলক কর্মকাণ্ড করতে গোপন বৈঠকে বসেন তারা। পরে সেখান থেকে ১১ জনকে আটক করা হয়। এ সময় জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই ও দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

One comment

  1. হে আরশের মালিক বিচার আপনার কাছে,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *