বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা নিয়ে কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাত জন আহত হয়েছেন।
রোববার (১৯ ডিসেম্বর) রাত ১টার দিকে সদর উপজেলার হরিপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের মোফাজ্জল হোসেন (৪৫), সায়েম আলী (৫৫), অমিত (২৩), জুয়েল (৩৫), শিপন (৩৭), বিজয় (৩৫) ও চাঁদ আলী (৩৬)।
আহতদের মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার জাকির বলেন, গতরাতে মারধরের ঘটনায় আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে সায়েম নামের একজন চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। অন্যদের অবস্থা আশঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্বকাপের ফাইনাল খেলা উপলক্ষে হাটশ হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন স্থানীয় তরুণ-যুবকেরা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে দলটির সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। ফ্রান্সের সঙ্গে খেলা হলেও সেখানে ব্রাজিল ফুটবল দলের সমর্থকেরাও খেলা দেখছিল। তাদের মধ্যে কয়েকজন ফ্রান্সকে সমর্থন দেন। আর্জেন্টিনা দুই গোল দেওয়ার পর ব্রাজিল সমর্থকেরা পরবর্তী খেলা না দেখে বাড়ি চলে যান। কিছুক্ষণ পর ফ্রান্স দুই গোল দিয়ে খেলায় সমতা আনে। এমন খবর পেয়ে আবার সেখানে হাজির হন তারা। এসময় তারা পাল্টা উল্লাস করতে থাকেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) দেলোয়ার হোসেন বলেন, রাতে খেলা দেখা নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশের টহল রাখা হয়েছে। এঘটনায় দুই পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে জানান তিনি।
টাকা আর আবেগ বেশি।
মর শয়তানের বাচ্চারা
আলহামদুলিল্লাহ্
Murkhoo jati