Breaking News

ফারদিন হত্যায় বান্ধবী বুশরাকে নিয়ে নতুন যে তথ্য দিলো ডিবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর সঙ্গে তার বান্ধবী বুশরার কোনও সম্পৃক্ততা পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ডিবি প্রধান হারুন অর রশিদ জানান, ফারদিন হত্যা মামলায় বান্ধবী বুশরার সংশ্লিষ্টতা নেই, তবে বাকিটা আদালতের সিদ্ধান্ত।তিনি আরও জানান, মামলার অভিযোগপত্রে বিষয়টি উল্লেখ করা হবে।

ফারদিনের মরদেহ উদ্ধারের তিন দিনের মাথায় গত ১০ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাতুল্লাহ বুশরার নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা ও পরিকল্পিতভাবে লাশ গুম করার অভিযোগ এনে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রানা।

মামলার এজাহার থেকে জানা যায়, ফারদিন ৪ নভেম্বর বাসা থেকে বের হওয়ার পর ওই দিন বিকেল থেকে রাত পর্যন্ত তার সঙ্গে সময় কাটিয়েছেন। প্রথমে তারা দুজন সিটি কলেজ এলাকায় মিলিত হন এবং পরে নীলক্ষেত–ধানমন্ডি এলাকা ঘুরে বেড়ান। বিকেল পাঁচটার দিকে ‘ইয়াম চা ডিস্ট্রিবিউশন’ নামের একটি রেস্টুরেন্টে খাবার খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়ান। রাত ১০টার দিকে আয়াতুল্লাহ্ বুশরার সঙ্গে রিকশায় করে রামপুরা টিভি স্টেশন এলাকায় আসেন ফারদিন।

ফারদিনের বাবার মামলার প্রেক্ষিতে ওই দিন রাতেই তাকে গ্রেপ্তার করে রামপুরা থানার পুলিশ। এরপর তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে বুশরা কারাগারে আছেন।

প্রসঙ্গত, নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। সোমবার (৭ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদীতে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়।

একেএম

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

9 comments

  1. নাটক

  2. মফিজুর রহমান

    হাত পা বাঁধা অবস্থায় বস্তা বন্ধি হয়েও আত্মহত্যা
    করা যায় আর সেই দেশ হল
    “বাংলাদেশ”।

  3. মফিজুর রহমান

    ফারদিন ব্রিজ থেকে লাফিয়ে আ*ত্ম*হত্যা* করেছে নাকি করে নাই সেটা নিয়ে কিছু বলবো না।

    তবে দেশের জনগণ এটা দেখেই খুশি যে এদেশের ব্রিজের নিচেও সিসিটিভি ক্যামেরা আছে। স্বাধীনতার ৫০ বছরের পরে দেশ যে এত ডিজিটাল হয়েছে তা দেখে সত্যি দেশের মানুষ অনেক খুশি।

    একদিন আগেই বিজয় দিবসের শুভেচ্ছা।

  4. এটা আত্নহত্যা নয়

  5. ডিবি কাকে বাঁচাতে এতো নোংরা খেলা শুরু করেছে,জাতি জানতে চায়।

  6. কোন তথ্যের কাম নাই

  7. দুইটা মেধাবী স্টুডেন্ট এর লাইফ শেষ হয়ে গেল
    This is a matter of great regret………

  8. এটা ডিবির একটা চালাকি

  9. Mohammad Nahid Hossain

    Shajadur Milon, দেখেশুনে থাকিস,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *