বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তবে ডিবির এ দাবি নিয়ে সন্দেহ পোষণ করেছেন ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা।
বুধবার (১৪ ডিসেম্বর) ডিবির বিফ্রিংয়ের পর উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ফারদিন যে আত্মহত্যা করেছে, সেই ব্যক্তি যে ফারদিন, সেটিই তো নিশ্চিত না। ফারদিন রামপুরা থেকে যাত্রাবাড়ী গেল কী করে?
সন্ধ্যায় এ বিষয়ে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ফারদিন আত্মহত্যার জন্য বাবুবাজার ব্রিজ যান। রাত ১০টা ৫৩ মিনিট, ১১টা ৯ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজ ব্যস্ত থাকায় সম্ভবত সেখান থেকে তিনি চলে যান। তারপর আবার নিজের বাসা অতিক্রম করে ডেমরা সেতুতে যান।
ফারদিনের গ্রামীণফোনের নম্বর ট্র্যাক করে তার অবস্থান ডেমরা সেতুর উপর অনুমান করা হয়েছে। এই লোকেশনটিতে তিনি লেগুনা থেকে নেমেছিলেন বলে লেগুনা চালক জানিয়েছিলেন। এই দুই লোকেশনের মধ্যে মিল পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।
ডিবি প্রধান আরও বলেন, ‘এতে প্রতীয়মান হয় যে, ফারদিন সর্বশেষ ওই সেতুর ঠিক মাঝখানে অবস্থান করছিলেন।’
ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা বলেন, ‘তার ছেলে আত্মহত্যা করতে পারে না। ফারদিন পরিবারের অনেক উত্থান-পতন দেখেছে। সে প্রতিটি পরিস্থিতিকে সামলে নিয়েছে। সে একজন যোদ্ধা। তার মতো ছেলে কখনোই এমন কিছু করতে পারে না।’
রামপুরা থেকে ফারদিনের যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশ্য নিয়েও সন্দেহ পোষণ করে কাজী নূরউদ্দিন রানা বলেন, ‘ফারদিনকে হয়তো এক জায়গা থেকে তুলে নিয়ে বন্দুকের মুখে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছে। তাকে অপরাধীদের নির্দেশ মেনে চলতে বাধ্য করা হতে পারে…। তদন্তকারীদের উচিত আমাদের সব জায়গার সিসিটিভি ফুটেজ দেখানো। যে ছেলে রাত ১১টার মধ্যে বাড়ি ফিরে আসতো, সে কেন এসব সন্দেহজনক স্থানে এভাবে ঘুরবে?’
তাহলে ডিবি পুলিশ কিভাবে বলে???
এই দেশে কোন বিচার চাই লাভ নেই
আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না সঠিক বিচার আল্লাহ একদিন করবে
কি জঘন্য মিথ্যাচার! এটা সহ্য করার মতো না। এরাই খুন করেছে। এর বিরুদ্ধে আন্দোলন হওয়া উচিত। আল্লাহ তুমি কোথায়?
রাইট
Amin.
প্রত্যাখ্যান করলাম এইসব দুর্বল নাটক !!!সিসি ফুটেজে কিছু এলিয়েনের উপস্থিতি বুঝতে পারলাম !!!নাট্যকারকে বলবো প্লটগুলো ভালোভাবে লিখবেন ধারাভাষ্যকার খেই হারায় ফেলছে !!!আর বিজ্ঞানী সাড়েহাজারের কাছ থেকে ডিজিটাল ড্রোন ক্যামেরার সাহায্য নিয়ে পরবর্তী সীন শুট করবেন !!পিকচারের মান ভালো হবে ,একেবারে কোয়ালিটিফুল !! আর হ্যা ,আমরা জনগণ যা বুঝার বুঝে ফেলেছি !!!ক্ষ্যামা দেন ,আর ইনভেস্টিগেশন করবেন না এলিয়েনরা প্রকাশ্যে বের হয়ে যাবে !!!আমরা বিরক্ত ,মহাবিরক্ত সেই সাথে ক্রোধান্বিত!!! একজন মৃত মেধাবীর আর শ্লীলতাহানি করবেন না ,দোহাই !!!সামনে জনগণ আপনাদের প্রত্যেকের পশ্চাতে অস্কার পুরস্কার ঢুকাবে ,মিলিয়ে নিবেন !!!
বাংলাদেশে পুলিশ এবং (BAL) যা বলেন সেটাই মানতে হচ্ছে!!
বিচার পাবেন না কাকা, আল্লাহর কাছে বিচার দিয়ে দেন।
Right
ওকে