Breaking News

আর্জেন্টিনার জয়ে ৫০০ জনকে বিরিয়ানি বিতরণ, চ্যাম্পিয়ন হলে ৫টি গরু জবাইয়ের প্রতিশ্রুতি

গতকাল রাতে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে বিশ্বকাপের ফাইনালে মঞ্চে এখন লিওনেল মেসির আর্জেন্টিনা। তার হাতে শিরোপা ওঠার পথে এখন আর মাত্র একটি বাধা। সেই শেষ ধাপটি পেরোলেই ৩৬ বছর পর শিরোপা হাতে বাড়ি ফিরতে পারবে আর্জেন্টিনা। গতকাল মঙ্গলবার ১৩ ডিসেম্বর দিবাগত রাতে আর্জেন্টিনা জয়ে জামালপুরের সরিষাবাড়ীতে আর্জেন্টিনার সমর্থকরা বিরিয়ানি বিতরণ করেন।

মেসিরা ফাইনালের টিকিট নিশ্চিত করায় জামালপুরের সরিষাবাড়ীতে আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ মিছিল এবং মিছিল শেষে বিরিয়ানি বিতরণ করেছেন। রাতেই এ আয়োজন করেন তারা। জানা গেছে, চলমান বিশ্বকাপ ফুটবলের শুরু থেকেই স্থানীয় আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান, মেসির প্রতি ভালোবাসা দেখিয়ে ১ হাজার ৬০ ফিট পতাকা বানিয়ে র‍্যালি করে সরিষাবাড়ীতে টাঙিয়ে দেন।

এরপর থেকে আর্জেন্টিনার প্রতিটি খেলায় খিচুড়ি, বিরিয়ানি এবং জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাতের আয়োজন করেন তারা। রাত ১টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। হাইভোল্টেজ এ ম্যাচে সরিষাবাড়ি পৌরসভার ধানাটা এলাকার প্রয়াত মমতাজ সরকারের রাইস মিলে এ ভোজের আয়োজন করা হয়।

এ সময় পাঁচ শতাধিক আর্জেন্টিনা সমর্থক আয়োজনে অংশ নেন। সেখানে আর্জেন্টিনার সমর্থকরা বড় স্ক্রিনে খেলা দেখার পাশাপাশি বিরিয়ানির আয়োজন করেন। খেলায় ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনা জয়লাভ করলে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন তারা। শেষে তারা আনন্দ মিছিল করে পৌর এলাকার আরামনগর বাজারসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এদিকে আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান জানান, অসাধারণ খেলা খেলেছে মেসিরা। ইতিপূর্বে ৫০০ জনকে মিল্লি ভাত খাওয়ানো হয়েছে। ক্রোয়েশিয়ার সঙ্গেও জয় পাওয়ায় ৫০০ জন সমর্থককে বিরিয়ানি বিতরণ করা হয়েছে। ইনশাআল্লাহ কাপ আর্জেন্টিনা নেবে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরই ৫টি গরু জবাইয়ের যে প্রতিশ্রুতি ছিল সেটিও রাখা হবে বলে জানান তিনি।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

35 comments

  1. ভাই গরীব অসহায় মানুষ পেট ভরে খাওয়ালে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে

  2. অনেক সওয়াব পাবে, তবে আল্লাহর নিকটে নয়,পাবে গুরু বাবার কাছে।

  3. Tanzuma Sultana Poly Fahim Al Shariyar Manoj Mandol Abdullah Al Noman A K Saimon Mojumder Rabbi Islam তোরা কি করবি? বিরিয়ানি রান্না করে আমারে দাওয়াত দিছ

  4. মগা গুলো কে আল্লাহ তুমি হেদায়েত দান করো

  5. হায়রে আবেগ😄😄😄

  6. বিশ্বকাপ জিতলে ব্যক্তিগত, দেশ, জাতি বা উম্মাহর কোনো লাভ নেই। খেলোয়াড়, স্পন্সর ও পার্টনার, হোস্ট দেশ, ফিফা, অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল ফেডারেশন, বিভিন্ন সাপ্লায়ার ও জুয়াড়িদের লাভ।

    ক্ষতি আমাদের, সময়, অর্থ ও আবেগের অপচয়, অনেক ক্ষেত্রে বরং পাপের সঞ্চয়।

    আমরা instant gratification বা তাৎক্ষণিক প্রাপ্তির প্রতি এতটা আসক্ত হয়ে গেছি যে, দীর্ঘ পরিশ্রম করতে আগ্রহী নই। পড়াশোনা, গবেষণা, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের দীর্ঘ যাত্রায় আমরা অনাগ্রহী। ফলে, ঘরে বসে রাত জেগে কয়েক ঘন্টার খেলার ফলাফল আমাদের ভেতর বিজয়ের সুখানুভূতি জাগিয়ে তোলে।

    আমরা মরিচিকার মতো ভাবি, বিশ্বজয় করে ফেলেছি। অথচ উন্নত বিশ্বের নাগরিকরা ব্যস্ত গবেষণা ও ব্যবসায়।

    এবার মুসলিমপ্রধান দেশে বিশ্বকাপ হওয়ায় এবং মুসলিম দেশ অংশ নেয়ায় ব্যাপারটা আরো ভিন্ন মাত্রা পেয়েছে। খেলা আর এবাদত একাকার হয়ে গেছে। অনেকে দুয়া চাচ্ছেন, দুয়া করছেন, কেউ বা উম্মাহর বিজয় দেখছেন – সামান্য খেলার ভেতর। অনেক সম্মানিত দা’ঈ এতে প্রকাশ্যে যুক্ত হয়েছেন। এর সুদূর প্রসারী প্রভাব সময়ই বলে দিবে।

    পাঠকদের প্রতি অনুরোধ, দয়া করে খেলায় জেতার জন্য দুয়া চাওয়া, কোনো বিশেষ দেশের জয়কে নিজেদের জয় মনে করে আবেগাপ্লুত হওয়া, বা আরো আগ বেড়ে একে উম্মাহর শক্তি হিসেবে অবহিত করা থেকে বিরত থাকুন।

    দেশ ও উম্মাহর ভাগ্য পরিবর্তনে জ্ঞান-বিজ্ঞান, অর্থনৈতিক ও রাজনৈতিক সামর্থ্যের প্রয়োজন। এ এক দীর্ঘ যাত্রা, যাতে প্রয়োজন কঠিন অধ্যাবসায়ের। খেলা দেখে কাটানো নির্ঘুম রাত আর অলস ভোর এ যাত্রাকে কেবল দীর্ঘায়িতই করবে। আল্লাহুল মুসতা’য়ান।

  7. Halai garusoda

  8. তোরমাবাবা

  9. মোমের মানুষ

    খারাপ না ভালো উদ্যোগ, এখানে অনেক পথশিশু আছে তাদের জন্য ভাল হইল।

  10. হোগায় কত কারেন্ট এদের🤔

  11. তোর মা-বাবা ভাইবোনের জন্য কিকরেছিসবেয়াদব।মরারপরঠেরপাবে।এরপরিনামজাহান্নাম।

  12. ঐ ৫টি গরুর টাকা দিয়ে ৫টি গরীব অনাথ মেয়ের বিবাহের আয়োজন করুন আপনার পরিবারের সকলের আত্মা শান্তি পাবে।

  13. চোরা টাকা আছে বলেই সম্ভব

  14. দেইখেন আবার চুরি যাতে না করে।

  15. এরা অমানুষ জারা খাচ্ছে তারাও অমানুষ।

  16. Md Arfin Rumey Razib

    সাবাস 👏

  17. Tipu Sultan Tipu Sultan

    জাহান্নামে নিচে যেই যায়গা ঠিক সেখানে অস্থান হবে এর.

  18. শালা বেআকলের বাচ্চা। মনে হয় সুদের ব্যবসা করে পয়সা আয় করেছে, তাই তার হারাম পয়সা ব্যয় করার রাস্তা বের করেছে।

  19. আমিতো গুইনাদেখলাম ৭০ জন খাওয়াইয়া কয় ৫০০ জন খালি চাপা।

  20. ছাগল

  21. তোমারে কোন বাল দিবও

  22. মা বাবার জন্য করতে বল

  23. তোমার কি মানুষ

  24. ভাইয়েরে নিয়া পাবনা ভর্তি করান এর মাথায় সমস্যা আছে

  25. Syed Muazzem Hussain Shahed

    আরে ভাই মা বাবার জন্য দোয়া করো ।এই সব ভগলামী কোন কাজে আসবেনা

  26. পাগল, ছাগল,আর ইবলিশদের যদি দেখতে চাও,
    বাংলাদেশের গ্রামে গঞ্জের আনাচে কানাচে চলে যাও।।
    বাপ মায়েরা পায়না খেতে, দেহের নাই কাপড়,
    সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তাদের।।
    গরীব দুঃখী অনাহারী করে হাহাকার,
    তাদের ফেলে শয়তানের দলেরা করছে কি কারবার??
    যেই টাকাটা করলে খরচ ভিনদেশী খেলার তরে,
    সেই টাকাটাই যথেষ্ট হতো একজন অসহায় মা অথবা বোনের।
    তোমরা পেতে অসীম সন্তুষ্টি মহান সৃষ্টি কর্তার।

  27. খাসি সব আমাদের দেশেই জন্মে

  28. MD Asraful Islam Nayem

    দেশ উদ্ধার করছে

  29. এইগুলি দেশ এবং জাতির জন্য ভয়ংকর ,
    এজন্যই কবি বলেছেন :_ .
    যে জন দিবসে মনের হরষে
    জালায় মোমের বাতি ,
    আসগৃহে তার দেখিবে না আর
    নিশিতে প্রদীপ বাতি ,
    . . . এদের মত মানুষগুলো প্রয়োজনীয় জায়গায় খরচ করে না !

  30. আপনি যে মানষিক রোগী এটা আপনার পরিবার জানে?????

  31. Jafar Ahmed Jafar Ahmed

    পাগল ফ্রান্স আছে

  32. দুরভাকগো আমাদের সঠিক পথ চিনলাম না

  33. খেলা পছন্দ করি,, তবে এতো পাগল হওয়ার কোনো কারন নাই,, এই টাকাটা গরীব মানুষদের মাঝে বিতরণ করলে সওয়াব পাইতেন,,

  34. ও পাগল ছাড়া আর কিছুই নয়

  35. ভাই আমি তরে কমেন্টস করলাম রিপ্লে দিল আরেক জনে ঐ লোকের সমস্যাটা কি ঐ লোকরে তুই একটু জিজ্ঞেস কর তো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *