Breaking News

শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ

সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান বইগুলো অবৈধভাবে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, ওই বিদ্যালয়ের পুরাতন ও নতুন বইগুলো ব্যবসায়ীর কাছে বিক্রি করেন প্রধান শিক্ষক আনিসুজ্জামান। গত (৭ নভেম্বর) দিনদুপুরে রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার প্রতিষ্ঠানে গচ্ছিত রাখা মাধ্যমিক স্তরের ২০১৫ সাল হতে ২০২১ সালের সরকারি বই ৪ থেকে ৫ মণ ঢাকার এক ব্যবসায়ীর কাছে অবৈধভাবে বিক্রি করেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান বলেন, আমি এখন পথে আছি। এ বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা বলেন, আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে বই বিক্রির কথা জানতে পেরেছি। উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বইগুলো বিতরণ করা হয়। করোনার সময় হয়তো কিছু শিক্ষার্থী ঝরে যাওয়ার জন্য কিছু বই অশিষ্ট থাকতে পারে। সেটা হয়তো উপজেলা শিক্ষা অফিসে জানাননি প্রধান শিক্ষক। অভিযোগ প্রমাণিত হলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *