Breaking News

ছোট ভাইয়ের স্ত্রীর ঘুষিতে ভাসুরের মৃত্যু

বগুড়ার কাহালুতে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের স্ত্রী জোসনা বেগমের কিল-ঘুষিতে ভাসুর আব্দুল গফুর (৬৮) নামের একজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত জোসনা বেগমকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার পাইকড় ইউনিয়নের পলি ভুগইল মধ্যপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত আব্দুল গফুর ওই গ্রামের বাসিন্দা ছিলেন। আটক হওয়া জোসনাও (৪৬) একই গ্রামের চাঁন মিয়ার স্ত্রী। চাঁন মিয়া ও নিহত আব্দুল গফুর আপন দুই ভাই।

কাহালু থানার ওসি মো. আমবার হোসেন বলেন, আব্দুল গফুর ও চাঁন মিয়ার পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। সকালে চাঁন মিয়ার স্ত্রী বিরোধ থাকা সেই জমিতে কোদাল দিয়ে মাটি কাটছিলেন। এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে জোসনাকে মাটি কাটতে নিষেধ করেন আব্দুল গফুর। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে জোসনার কিল-ঘুষিতে নিহত হন আব্দুল গফুর।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পরপরই স্বজন ও স্থানীয়রা জোসনাকে আটক করে রাখেন। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারকরাসহ জোসনাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আব্দুল গফুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *