রাঙামাটির লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে জুতাপেটা করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এই ঘটনা ঘটে। লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার মাইনীমুখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনকে জুতা দিয়ে পেটান।
আব্দুল বারেক সরকার উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন গঠিত ইউনিয়ন কমিটিতে হাজাছড়ার কর্মী নুরুল ইসলামকে না রাখার বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
বেল্লাল হোসেন জানান, ‘হাজাছড়ার কর্মী নুরুল ইসলাম আমাকে জিজ্ঞেস করে তাকে কেন কমিটিকে রাখা হয়নি। তখন আমি তাকে জানিয়েছিলাম তৎকালীন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আমাকে নিষেধ করেছিলেন বলে আপনাকে কমিটিতে রাখা হয়নি। এই কথাটি নুরুল চেয়ারম্যানকে জানালে সোমবার সকালে তিনি আমার কোনো কথা না শুনেই আমাকে ঘুষি মারে। পরে তার পায়ের জুতা দিয়ে আমাকে মারতে থাকে। আশেপাশের লোকজন আমাকে চেয়ারম্যানের হাত থেকে রক্ষা করেছে।’
অভিযুক্ত চেয়ারম্যান আব্দুল বারেক সরকার বলেন, আমি কৃষি ব্যাংক থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়ে ফেরার পথে বেল্লাল, হুসেন মেম্বারসহ আরও কয়েকজন আমার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তখন তাদের সাথে আমার হাতাহাতি হয়।
আপনার কাছে টাকা পাবে কিনা এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আমার কাছে টাকা পাবে না। তবে দলীয় পদ থেকে আমাকে অব্যাহতি দেয়ার পর থেকে তারা আমাকে নানাভাবে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এই ঘটনা সেটারই অংশ। এই বিষয়ে আমি থানায় অভিযোগ করব।’