Breaking News

বরিশালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

বরিশালে বিএনপির সমাবেশ ঘিরে ডাকা হয়েছে একের পর এক পরিবহন ধর্মঘট। শহরের প্রবেশপথে দেয়া হচ্ছে বাধা। হামলা করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের ওপর। তারপরও সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) জনতা ঢল নেমেছে। বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বাধ্য হয়ে ১১টায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দলটির শীর্ষনেতারা।

এরই মধ্যে সকাল ৯টার পর বরিশালে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন মিডিয়া কর্মীরা। সমাবেশ কাভার করতে যারা বরিশালে অবস্থান করছেন তারা ঢাকায় সংবাদ প্রেরণের জন্য নানা প্রান্তে ছুটছেন।

লঞ্চ, বাস, তিন চাকার অটো, নৌকা সব বন্ধ করে সারা দেশের সাথে বরিশালের যোগাযোগ আগেই বন্ধ করে দেয়া হয়। এখন ইন্টারনেট বন্ধ করে দেয়ায় পুরো বিশ্বের সাথে বরিশাল এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *