Breaking News

এবার বরিশাল-ঢাকা রুটের লঞ্চ বন্ধ

এবার যাত্রী সংকটের অজুহাতে বরিশাল-ঢাকা নৌ-রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবার বরিশাল ও ঢাকা প্রান্ত থেকে কোনো লঞ্চ ছাড়বে না বলে সাংবা‌দিক‌দের জানিয়েছেন কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস।

তিনি জানান, শুক্রবার হওয়ায় যাত্রী নেই। তাই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। যে যাত্রী পাওয়া যাবে তাতে লঞ্চের ব্যয় উঠবে না। আর্থিক ক্ষতি করে তো চালাব না। একইভাবে ঢাকা থেকেও কোনো লঞ্চ ছেড়ে আসবে না।

বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, বিকেল পর্যন্ত কোনো লঞ্চের কাউন্টার খোলেনি। ঢাকা যাত্রার জন্য যে প্রস্তুতি নেয়ার প্রয়োজন তাও এখন পর্যন্ত নেয়া হয়নি। লঞ্চ কেন যাবে না, কোনো মালিক তাদের জানায়নি। তাই তারাও জানেন না কেন লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে না।

বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, কোনো মালিক আমাদের জানায়নি লঞ্চ চলবে না। কিন্তু শুনতে পেয়েছি বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যাবে না। ঢাকায় খবর নিয়েছি। সেখান থেকেও বরিশালের উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে আসবে না।

সরেজমিনে বরিশাল নৌ-বন্দরে গিয়ে দেখা গেছে, ঘাটে ‘পারাবাত-১৮’, ‘মানামী’, ‘সুরভী-৯’, ‘শুভরাজ’ ও ‘প্রিন্স আওলাদ-১০’ রয়েছে। প্রতিটি লঞ্চের প্রবেশ পথ বন্ধ।

এর আগে বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে সকাল ৬টা থেকে দুরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রাখে বাস মালিক সমিতি। পাশাপাশি তিন চাকার সব যানবাহনও বন্ধ করে দেওয়া হয়।

এর আগে ভোলা-বরিশাল রুটে নৌযান, স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার দুপুর থেকে নগরেন চরকাউয়া, বেলতলা খেয়াঘাট থেকেও খেয়া পারাপার বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, বরিশালে গণসমাবেশ ঠেকাতে যা যা করা দরকার সরকার সবই করেছে। আমরা তারপরও সমাবেশ সফল করব। এরই মধ্যে সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী জড় হয়েছে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *