Breaking News

ভোটে জেতার পরও টাকা ও উপহার ফেরত নিলেন জেলা পরিষদ সদস্য

রংপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে আলতাব হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদে এমন অভিযোগ তোলেন ইউনিয়ন পরিষদ সদস্যরা।

টাকা ফেরত চেয়ে ইউনিয়ন পরিষদ সদস্যদের হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আলতাব হোসেনকে নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

ওই ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুস আলী বলেন, ভোটের আগের রাত সাড়ে ৩টার দিকে আলতাব হোসেন আমার বাড়ি আসেন। এরপর তাকে ভোট দেওয়ার জন্য চেয়ারম্যানকে ১ লাখ এবং পুরুষ ও নারী সদস্যদের ৫০ হাজার করে টাকা দেন। নির্বাচনের পরদিন চেয়ারম্যানসহ সকলের কাছ থেকে চাপ প্রয়োগ করে টাকা ফেরত নিয়েছেন তিনি।

প্যানেল চেয়ারম্যান ও সদস্য আবুল কাশেম বলেন, আলতাব ভোটে জেতার পর ফোনে চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং সবাইকে টাকা ফেরত দিতে বলে। পরে ইউনিয়ন পরিষদ ভবনের দ্বিতীয় তলায় চেয়ারম্যানের উপস্থিতিতে আমরা সবাই তাকে টাকা ফেরত দিয়েছি। সদস্য আব্দুল মতিন বলেন, ভোট কেনার জন্য ৫০ হাজার টাকাসহ মিষ্টি এবং শাড়ি, পাঞ্জাবির টাকাও ফেরত দিয়েছি আমরা।

সদস্য রফিকুল ইসলাম বলেন, আলতাবের কাছ থেকে ভোটের জন্য আমরা কেউ টাকা চাইনি। আলতাব নিজেই ইউনুস আলী মেম্বারের বাড়িতে আমাদেরকে ডেকে নিয়ে জোড় করে তাকে ভোট দেয়ার জন্য ৫০ হাজার করে টাকা দিয়েছিল। ভোটে জেতার পরও আমরা নাকি তাকে ভোট দেই নাই এমন অভিযোগ তুলে আমাদের কাছ থেকে টাকা ও শাড়ি-পাঞ্জাবি ফেরত চান। আমাদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে টাকা ফেরত নিয়েছে।

একই ইউনিয়ন পরিষদের নারী সদস্য রুহি বেগম বলেন, শুধু নগদ টাকাই নয়, ভোটের আগে দেয়া মিষ্টি, বাড়ির বাচ্চাদের জন্য দেয়া উপহার সামগ্রী এবং পাঞ্জাবি-শাড়িও ফেরত নিয়েছেন আলতাব।

তবে টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এদিকে রংপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য আলতাব হোসেন বলেন, আমি নির্বাচন করেছি। দিনে-রাতে জনপ্রতিনিধি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি। তারা আমাকে সম্মানিত করেছে। আমি কাউকে টাকা দেইনি, কারও কাছে টাকা ফেরতও চাইনি। যারা টাকা ফেরতের প্রসঙ্গে কথা বলছে তারা পরাজিত প্রার্থীর কথায় জেলা পরিষদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে।

চলতি বছর ১৭ অক্টোবর রংপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাউনিয়া উপজেলা ০২ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন আলতাব হোসেন, গোলাম সারোয়ার বাবু ও মিজানুর রহমান মিজান । নির্বাচনে ৫২ ভোট পেয়ে আলতাব হোসেন সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম সারোয়ার ৪০ ভোট ও মিজানুর রহমান মিজান ১ ভোট পান।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *