Breaking News

চাল-চিড়া নিয়ে একদিন আগেই সভাস্থলে পঞ্চগড় বিএনপির নেতাকর্মীরা

রংপুর বিভাগীয় সমাবেশে যোগ দিতে পঞ্চগড়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে যাত্রা শুরু করেছেন। সমাবেশের দু দিন আগে থেকেই তারা রওনা দেন। অনেকে ইতিমধ্যে পৌঁছে গেছেন রংপুর। সেখানেই তারা অবস্থান করছেন।

অনেকে বৃহস্পতিবার রাত থেকে রওনা করেন। তখন থেকে জুম মিটিংয়ের মাধ্যমে সভাস্থলে যাওয়ার এবং অবস্থান নিয়ে নানা পরামর্শ দেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।

এ সময় নেতা কর্মীরা জানান, চাল-চিড়া আর গুড় নিয়ে তারা সমাবেশে যোগদানের জন্য রওনা দিচ্ছেন।

শক্রবার পঞ্চগড়-রংপুর বাস চলাচল বন্ধ হয়ে গেলে তারা মাইক্রো, মোটরসাইকেল, পাগলু, থ্রি হুইলার এবং ট্রেনে সভায় অংশ নিতে রংপুর যাওয়া শুরু করেন। আগে যাওয়া নেতাকর্মীরা অনেকে আবাসিক হোটেলে, আত্মীয়-স্বজনের বাড়িতে স্থান নিয়েছেন।

এদিকে পরিবহন ধর্মঘটের কারণে শুক্রবার সকাল থেকে পঞ্চগড়-রংপুর সরাসরি রুটে বিআরটিসিসহ সব বাস বন্ধ রয়েছে। তবে অন্যান্য রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আন্তজেলার ছয় রুটে বাস মিনিবাসসহ সব ধরনের যানবাহন চলছে।

মোটর মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতারা জানান, পঞ্চগড় থেকে রংপুর-বগুড়াসহ বিভিন্ন রুটে ৩০ থেকে ৩২টি বিআরটিসির গাড়ি নিয়মিত চলাচল করে। রংপুরে পরিবহন ধর্মঘটের কারণে এসব গাড়ি শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে। পঞ্চগড়-রংপুর রুটে বিআরটিসি ছাড়া অন্য যানবাহনও চলাচল বন্ধ রয়েছে। যদিও রংপুর যাতায়াতকারী যাত্রীরা পঞ্চগড়-দিনাজপুর রুটের দশ মাইল এলাকা পর্যন্ত যাতায়াত করছেন। পঞ্চগড় থেকে দিনাজপুর গেটলক বাস সার্ভিস চালু রয়েছে। দশ মাইল থেকে তারা তাদের মতো করে সৈয়দপুর এবং রংপুর যাতায়াত করছেন।

তবে পঞ্চগড় থেকে সরাসরি রংপুর যেতে না পেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ পরিবহন শ্রমিকরা। শনিবার সকাল থেকে দিনাজপুর-পঞ্চগড় রুটেও বাস বন্ধের আশঙ্কা করছেন স্থানীয়রা।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *