ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে দুই বাসের ওপরে একটি বিশালাকৃতির বিলবোর্ড ভেঙে পড়েছে। তবে ওই সময় বাস দুটিতে বেশি যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিশালাকৃতির বিলবোর্ডটি বাস দুটি ওপর আছড়ে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পায় পাশের একটি মার্কেট। যেখানে শতশত লোকের আনাগোনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত অত্যাধুনিক হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা চৌরাস্তা একটি দৃষ্টিনন্দন স্থান। প্রতিদিন এখানে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ ও দূর-দূরান্তের পর্যটক ভিড় জমান। অত্যাধুনিক এই সড়কটির চারপাশে বিভিন্ন ভবনের ছাদে অপরিকল্পিতভাবে ঝুঁকিপূর্ণ স্থানে বসানো হয়েছে শতশত বিলবোর্ড। সামান্য বাতাসেই মাঝেমধ্যে এসব বিলবোর্ড ভেঙে পড়ার নজির রয়েছে।
এদিকে, এসব অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর আগে আইনশৃঙ্খলা মিটিংয়ে উপজেলা প্রশাসন ও পৌরসভাকে নির্দেশনা দিয়েছিলেন। সে নির্দেশনা আংশিক মানা হলেও সম্পূর্ণভাবে তা না মানায় দিনদিন বিলবোর্ডের সংখা বেড়েই চলেছে। এসব বিলবোর্ড ভেঙে পড়ে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
বিলবোর্ড ভেঙে পড়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) সোহানুর রহমান জাগো নিউজকে বলেন, প্রচণ্ড ঝড়ো বাতাসে বড় একটি বিলবোর্ড দুই বাসের ওপর ভেঙে পড়ে। এতে বাস দুটির ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিম উদ্দিন বলেন, অবৈধ, অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য এরই মধ্যে হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বিষয়টি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এমনটাই আশা করি। তাছাড়া আমি নিজেও শিগগির এসব ঝুঁকিপূর্ণ বিলবোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
এন