কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে পরাজয়ের পর নিজেকে ‘রাষ্ট্রপতি প্রার্থী’ ঘোষণা দেওয়া সেই জগদীশ বড়ূয়া পার্থকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার কক্সবাজার শহরের বাহারছড়ার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জগদীশ বড়ূয়া কক্সবাজার শহরের পূর্ব বড়ূয়াপাড়ার প্রয়াত কালীচরণ বড়ূয়ার ছেলে।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন জানান, জগদীশের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
নিজেকে কথিত মঙ্গল পার্টির চেয়ারম্যান দাবি করা জগদীশ বড়ূয়া সম্প্রতি কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও বার্তা প্রচার করেন তিনি। সেই ভিডিও বার্তায় ইউনিয়ন পরিষদ সদস্যদের গালাগাল, তারেক রহমানের ভক্তসহ বিভিন্ন কথা বলে আলোচনায় আসেন তিনি। তবে নির্বাচনে মাত্র ৯ ভোট পেয়ে পরাজিত হন তিনি। পরদিন এক ভিডিও বার্তায় নিজেকে আগামীবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা দেন তিনি।