Breaking News

সেই রিকশাচালককে অটো রিকশা উপহার বিএনপির

ময়মনসিংহ বিএনপির বিভাগীয় গণসমাবেশে পরিবহন বন্ধ থাকায় নিজ রিকশা দিয়ে বিনা ভাড়ায় লোক পৌঁছে দেওয়া আমিনুল ইসলামকে নতুন অটো রিকশা উপহার দিয়েছে বিএনপি। 0

শুক্রবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর ব্রহ্মপল্লী এলাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমিনুলের বাসায় গিয়ে এই উপহার পৌঁছে দেন বিএনপি নেতারা।

এ সময় তারেক রহমানের পক্ষ থেকে আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন অটো রিকশাটি হস্তান্তর করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এতে আপ্লুত আমিনুল ইসলাম তারেক রহমান ও বিএনপি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মানবদরদী দিনমজুর আমিনুল ইসলামকে অটোরিকশা উপহার দিয়ে গণসমাবেশে তার পরিশ্রম, অবদানকে সম্মান জানিয়ে হাজার নেতাকর্মীকেও সম্মানিত করা হয়েছে।

তিনি বলেন, ময়মনসিংহের গণসমাবেশে বাধা-বিঘ্ন সন্ত্রাস, নৈরাজ্য উপেক্ষা করে লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়ে সরকারের সকল অপকৌশল ও চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। এতে সরকারের দেউলিয়াত্ব এবং চলমান আন্দোলনে তারা যে আতঙ্কিত ও বিচলিত তা প্রমাণ হয়েছে। কিন্তু এসব করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, কেন্দ্রীয় অ্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ জোনায়েদ টিটুসহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *