Breaking News

হলের বারান্দা থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের বারান্দা থেকে পড়ে শাহরিয়ার নামের এক শিক্ষার্থী মারা গেছেন। বুধবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে শহীদ হাবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের ৩য় তলার বারান্দা থেকে তিনি পড়ে যান বলে জানিয়েছেন ওই হলের শিক্ষার্থীরা।

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর।

নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, নিহতের রুম নম্বর ৩৫৪। এটি হাবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের পূর্বপাশ। কিন্তু তিনি একই ব্লকের একদম পশ্চিম পাশের নিচে পড়ে যান। পরে কয়েকজন শিক্ষার্থী মিলে তাকে রামেকে নিয়ে যায়।

হাবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী রাশেদুল বলেন, শব্দ শুনে এসে দেখি একজন ওপর থেকে পড়ে গেছেন। এরপর আরও কয়েকজন মিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, আহত শিক্ষার্থী রামেক হাসপাতালে মারা গেছেন।

এদিকে চিকিৎসায় অবহেলার অভিযোগে রামেক হাসপাতালে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ রাবি শিক্ষার্থীরা। পরে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *