Breaking News

আবাসিক হোটেল থেকে ইউপি চেয়ারম্যানসহ আটক ৪

বগুড়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে শহরের মাটিডালী এলাকায় গোধুলী আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার এস আই রুম্মান হাসান। আটককৃতরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, শ্রী প্রভাত, বিউটি এবং জাহিদ হাসান।

এস আই রুম্মান হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের মাটিডালী এলাকায় গোধুলী আবাসিক হোটেলে ইন্সপেক্টর(অপস) মুন্নাফ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করা হয়। তিনি আরও জানান, বুধবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *