Breaking News

গোসল করা নিয়ে কথা কাটাকাটি ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক সৈয়দ মুজতবা আলী ছাত্র হলে ওয়াশরুমে গোসল করা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ছাত্রলীগ নেতা মামুন শাহ ও সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমানের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবার দুপুরে হলের চার তলার ওয়াশরুমে মামুন শাহ গ্রুপের বাংলা বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত মুসলিম ভূইয়া নামে এক শিক্ষার্থীর সঙ্গে সজিবুর রহমানের অনুসারী পলিটিকাল স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শিমুল মিয়ার কথা কাটাকাটি হয়।

পরবর্তীতে হলের ৪০৯ নম্বর কক্ষে বিষয়টি সমাধানের জন্য গেলে উভয়পক্ষের অনুসারীদের মধ্যে মারামারি হয়। এরপর পুরো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সন্ধ্যা পৌনে ৭টায় বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগ নেতা মামুন শাহ ও সজিবুর রহমান বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে বলে জানান।হলটির প্রভোস্ট আবু সাঈদ আরফিন খান বলেন, বিষয়টি তারা নিজেদের মধ্যে আলোচনার করে সমাধান করেছে। পরবর্তীতে এ রকম কোনো ঘটনা ঘটলে হল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *