নীলফামারীর ডোমারে বক পাখি শিকারের দায়ে আবুল হোসেন নামের এক বৃদ্ধকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন। পরে তাকে কারাগারে পাঠায় ডোমার থানা পুলিশ।
দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটির বাসিন্দা।বিষয়টি নিশ্চিত করে ইউএনও রমিজ আলম বলেন, আবুল হোসেনের বাড়িতে বন্যপ্রাণী বক শিকারের সরঞ্জাম, দুটি জীবিত বক ও দুটি জবাই করা বক পাওয়া যায়। এ অপরাধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, জীবিত বক দুটি প্রাণিসম্পদ দপ্তর ও বনবিভাগের সহযোগিতায় উপজেলার ছোট রাউতা বনে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।