ভোলায় মাদক মামলার ২০ জন আসামিকে রাস্তার পাশে তাল গাছের বীজ লাগানোর নির্দেশ দিয়েছেন ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলী হায়দার। আজ মঙ্গলবার ওই ২০ আসামি ভোলা-বরিশাল সড়কের ভেদুরিয়া অংশে ৪৫০টি তালগাছ লাগিয়েছেন ।
সমাজসেবা বিভাগের প্রবেশন অফিসার আব্দুল মজিদ শাহর তত্ত্বাবধানে আসামীরা আগামী এক বছর গাছগুলো পরিচর্যা করবেন। এ সময় বনবিভাগের তুলাতুলি বন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন গাছ লাগানোর সহযোগিতা করেন।
ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আলী হায়দার জানান, মাদক আসক্ত এইসব যুবক ও মানুষদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
প্রবেশন অফিসার আবদুল মজিদ শাহ জানান, এটি একটি মহৎ উদ্যোগ। তিনি এই সব ব্যক্তিদের তদারকির মাধ্যমে সমাজের উপকারে কাজ করার কথা জানান। আসামিরা জানান, এমন কাজ করতে পারায় তারা নিজেরে সংশোধনের সুযোগ পেয়েছেন। এ জন্য এরা আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।