চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট এলাকায় মদ্যপ অবস্থায় পূজামণ্ডপে ঢুকে মাতলামি করায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ অক্টোবর) রাতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্ত জুয়েল হিরু বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহ জানান, মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে মদ্যপ অবস্থায় ওই এলাকার একটি পূজামণ্ডপে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন জুয়েল। এ সময় গালিগালাজ ছাড়াও দর্শনার্থীদের সঙ্গে খারাপ ব্যবহারও করছিলেন তিনি। পরে মণ্ডপে দায়িত্ব পালন করা আনসার সদস্যরা তাকে নিবৃত্তের চেষ্টা করে ব্যর্থ হন।
তিনি আরও বলেন, লোহাগড়া থানার ওসিসহ আমরা রাউন্ডে ছিলাম। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। তখন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষার মাধ্যমে মদ্যপ থাকার বিষয়টি স্পষ্ট হয়। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েলকে ৬ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।