Breaking News

হাজারীবাগে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর হাজারীবাগে বিএনপির সমাবেশ কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে।

এদিন রাজধানীর ধানমন্ডিতে বিএনপির সমাবেশ কর্মসূচি করার কথা থাকলেও পুলিশের নিষেধাজ্ঞায় তা হাজারীবাগে স্থানান্তর করা হয়। বিকেল ৩টায় হাজারীবাগে সমাবেশ শুরুর সময় নির্ধারণ করা ছিল। সমাবেশ ঘিরে দুপুরের আগে থেকেই বিএনপি নেতাকর্মীরা দলে দলে সেখানে জড়ো হতে থাকেন।

বিএনপি নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি প্রতিহত করতে দুপুরে স্থানীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের অনুসারীরা লাঠিসোটা নিয়ে হাজারীবাগে টালি অফিস চৌরাস্তার মোড়ে অবস্থান নেয়। পরে তারা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সমর্থকদের হামলা প্রতিহত করতে এদিন বিএনপি নেতাকর্মীরাও হাজারীবাগে অবস্থান নেয়। সেখানে সিকদার মেডিকেল কলেজের সামনে বিএনপির সমাবেশ চলাকালে মহিউদ্দিনের অনুসারীরা ধাওয়া করলে বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ধাওয়া দেয়।

এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৩টায় হাজারীবাগে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *