Breaking News

মানিকগঞ্জে কবরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরি

মানিকগঞ্জ:মানিকগঞ্জে আবারও কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এবার শিবালয় উপজেলার দুটি কবরস্থান খুঁড়ে নেয়া হয়েছে মোট ১২টি কঙ্কাল। একের পর এক কঙ্কাল চুরির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। উদ্বিগ্ন এলাকাবাসী। পুলিশ বলছে, তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

স্থানীয়রা জানান, বুধবার (১০ আগস্ট) রাতের কোনো এক সময় ঢাকা-অরিচা মহাসড়ক সংলগ্ন কাতরাশিন ও বড়বোয়ালী কবরস্থান খুঁড়ে নারী-পুরুষের ১২টি কঙ্কাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। সবগুলো কবরই একবছরের কম সময়ের পুরনো।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *