Breaking News

পুলিশের নববধূকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা

লক্ষ্মীপুরে পুলিশ সদস্যের সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে পালিয়েছে মো. জিহাদ নামে এক ছাত্রলীগ নেতা। সে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, একই ইউনিয়নের গৌরিনগর গ্রামের মো. সিরাজের ছেলে পুলিশ সদস্য আলাউদ্দিন পারিবারিকভাবে বিয়ে করেন হোগলডহরী গ্রামের মো. মিন্টুর মেয়ে মিতুকে। বিয়ের কয়েকদিন পরই মিতুর প্রতি নজর পড়ে জিহাদের। বিয়ের কয়েকদিন মধ্যে সখ্যতা গড়ে ওঠে জিহাদ ও মিতুর। সর্বশেষ বিয়ের ১ মাসের মাথায় গত ২৩ তারিখ দিবাগত রাতে মিতুকে নিয়ে উধাও হয়ে যায় জিহাদ।

এবিষয়ে পরদিন ২৪ জুন আলাউদ্দিন বাদি হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং ৬৬৮, তারিখ ২৪.০৬.২০২০ইং।

জানা যায়, বিয়ের আগে থেকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছিল এই ছাত্রলীগ নেতা। কিন্তু হঠাৎ মিতুর বিয়ে হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে যায় জিহাদ। এরপর বিয়ের কয়েকদিন মধ্যে সখ্যতা গড়ে তুলতে চেষ্টা করে মিতুর সাথে। সর্বশেষ বিয়ের ১ মাসের মাথায় গত ২৩ তারিখ দিবাগত রাতে মিতুকে নিয়ে উধাও হয়ে যায় ছাত্রলীগ নেতাদ।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *