রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ধাপে ধাপে আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা হবে। শনিবার লাদাখে দুই দেশের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্তারা দীর্ঘ বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে। এনডিটিভি, দ্য হিন্দু
লাদাখের মালডো এলাকায় শনিবার এই বৈঠক হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ওপারে হওয়া এই বৈঠক নিয়ে বিবৃতিতে ভারত বলেছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হওয়া এই বৈঠকে দুই পক্ষই সীমান্তে শান্তি ফেরাতে সহমত হয়েছে।
দ্বিপাক্ষিক স্তরে একাধিক বোঝাপড়ার মাধ্যমে ধাপে ধাপে স্বাভাবিক করা হবে পরিস্থিতি। সীমান্ত সমস্যা সমাধান হলে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও গতিশীল হবে।’
এই বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছেন লেফটান্যান্ট জেনারেল হরিন্দর সিং। আর চীনের পক্ষে ছিলেন তিব্বত মিলিটারি জেলার প্রধান। আঞ্চলিকস্তরে দুই দেশের বাহিনীর এখনও কোনও বৈঠক হয়নি।