Breaking News

হাইড্রোক্সিক্লোরোকুইন ঝুঁকিপূর্ণ বলা গবেষণা প্রতিবেদন প্রত্যাহার | সংবাদ

করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগে রোগীর মৃত্যুর ঝুঁকি বাড়ে দাবি করে ল্যানসেট জার্নালে প্রকাশিত বিতর্কিত গবেষণা প্রতিবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন এর লেখকরা। গবেষণায় ব্যবহৃত তথ্যের সত্যতা উপস্থাপনে ব্যর্থ হওয়ায় তারা প্রতিবেদনটি প্রত্যাহার করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। জাগো নিউজ

ল্যানসেট জার্নালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ চিকিৎসায় ম্যাক্রোলাইড-সহ বা বিহীন হাইড্রোক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইন: একটি বহুজাতিক নথি বিশ্লেষণ’ নামে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন এর তিন লেখক।
বিবৃতিতে বলা হয়েছে, লেখকরা তাদের তথ্যের বিষয়ে স্বাধীন নিরীক্ষণ সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন এবং তারা জানিয়েছেন, তথ্যের উৎসের সত্যতার পক্ষে কোনও প্রমাণ দিতে পারছেন না।

গত ২২ মে ল্যানসেটে প্রকাশিত হয়েছিল এ প্রতিবেদনটি। এতে দাবি করা হয়, বিশ্বের ছয়টি উপমহাদেশে হাসপাতালে ভর্তি ৯৬ হাজার করোনা রোগীকে পর্যবেক্ষণ করে দেখা গেছে, হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগে তাদের মধ্যে মৃত্যুর হার এবং হৃদযন্ত্রের সমস্যা বেড়ে গেছে। সেই মতে গবেষকরা সিদ্ধান্তে পৌঁছেছেন, হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারে করোনা রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা কমে যায় এবং হৃদস্পন্দনে ব্যাঘাত ঘটে।
এ প্রতিবেদন প্রকাশের পর করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের সবধরনের ট্রায়াল নিষিদ্ধ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর ইউরোপের বেশ কয়েকটি দেশে এর ব্যবহার বন্ধ করে দেয়া হয়। যুক্তরাষ্ট্র স্বল্প পরিসরে ট্রায়াল বাদে করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার এ ওষুধটির ব্যবহার বন্ধ করে দেয়।

এ নিয়ে উদ্বেগ জানিয়ে এবং ওই গবেষণা প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে গত মঙ্গলবার ল্যানসেট সম্পাদক বরাবর খোলা চিঠি দেন বিশ্বের শতাধিক বিজ্ঞানী। এতে হাইড্রোক্সিক্লোরোকুইনের ট্রায়াল জরুরি ভিত্তিতে আবারও শুরু করা দরকার বলে জানান তারা।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *