Breaking News

চাঁদাবাজীর ঘটনায় বস্ত্র ও পাটমন্ত্রীর ছেলের এপিএস গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছেলের এপিএস কামরুজ্জামান হীরাসহ পাঁচজনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে দুপুরে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে চাঁদাবাজির অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয় বিশ্বাস ব্রিকসের পক্ষ থেকে।

জানা যায়, রূপগঞ্জের ওপর দিয়ে বিশ্বাস ব্রিক্স টাইলস গোপালগঞ্জ যাওয়ার সময় পরিবহনে চাঁদা দাবি করেন হীরাসহ পাঁচজন। টাকা না দিয়ে কোনো টাইলস এ পথে যেতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তারা। পরে এ ঘটনায় কোম্পানীর ম্যানেজার থানায় অভিযোগ দায়ের করেন। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, চাঁদাবাজির অভিযোগে হীরাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি কোম্পানির গাড়ি যাওয়ার সময় সেটি আটকে চাঁদা দাবি করেছেন এবং টাকা ছাড়া কোন মালামাল যেতে দেবেন না বলে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কামরুজ্জামান হিরা, মহিউদ্দিন, তাপস দাস, সাজ্জাদ হোসেন ও রনি ভুইয়া।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *