Breaking News

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি, নেবুলাইজার দিয়ে রাখা হয়েছে

বর্তমানে তাকে নেবুলাইজার দিয়ে রাখা হয়েছে। শুক্রবার বেলা ৩ টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আমাদের সময় ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন। গণস্বাস্থ্য কেন্দ্রের এ প্রতিষ্ঠাতা তার নিজের স্থাপিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মো. ফরহাদ বলেন, স্যারের (ডা. জাফরুল্লাহ চৌধুরী) শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। কাল রাতে কিছু সময়ের জন্য তার শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দুপুর থেকে আবার শ্বাসকষ্ট অনুভব করায় বর্তমানে তাকে নেবুলাইজার দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শওকত আলী আরমান বলেন, ওনার বয়স প্রায় ৮০ কোঠায় , সমস্যা তো কিছু আছেই। নিয়মিত ডায়ালাইসিস নিতে হয়, রুচির সমস্যা আছে, জ্বর আসে, শ্বাসকষ্ট হয় সব মিলেয়েই আছেন। গতরাতে শ্বাসকষ্ট, কাশি, ছিলো এখন কিছুটা ভালো আছেন।

শিরিন হকের বিষয়ে ডা. মোহাম্মদ শওকত আলী আরমান বলেন, প্রথম দু’দিন তিনি একটু অসুস্থ্য ছিলেন আজ মোটামোটি ভালো। শ্বাসকষ্টের সমস্যাটা কিছুটা রয়েছে। ছেলে বারিশ চৌধুরী ভালো আছেন।

তিনি আরো বলেন, বর্তমানে ডা. জাফরুল্লাহ রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে শুক্রবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিছুটা শারীরিক অবনতি ঘটেছে। আপনাদের সকলের দোয়া চেয়েছেন ডা. চৌধুরী। তিনি বর্তমানে উনার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের র‌্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই রেজাল্ট আসে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *