Breaking News

পুলিশ ও এক আনসার সদস্যের পরিবারকে ডিএমপি কমিশনারের ১৭ লাখ টাকা অনুদান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮জন সদস্য ও এক আনসার সদস্যের পরিবার প্রতি দুই লাখ টাকা করে অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
[৩] কমিশনারের পক্ষে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের ডিসি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞা মৃত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রাজু আহম্মেদ ও আনসার সদস্য আব্দুল মজিদের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
[৪] এছাড়াও মৃত অন্য পুলিশ সদস্যদের পরিবারকে তাদের নিজ নিজ জেলার এসপি ডিএমপি কমিশনারের পক্ষে আর্থিক অনুদান হস্তান্তর করেন।

[৫] ডিসি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞা বলেন, কোভিড-১৯ মহামারীর সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে পরিশ্রম করছেন পুলিশ সদস্যরা। ফলে সম্মুখযোদ্ধা হিসেবে বেশি কোভিড-১৯ শনাক্ত হচ্ছেন পুলিশ সদস্যরা। দেশ ও জনগণের সুরক্ষা এবং সেবা নিশ্চিত করতে গিয়ে জীবনও দিচ্ছেন পুলিশের বীর সদস্যরা। সামাজিক দায়বদ্ধতা থেকে পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ডিএমপি কমিশনার।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *