সতর্কতা সত্ত্বেও ব্রাজিলের কয়েকটি রাজ্য কোয়ারেন্টাইন বিধি থেকে বেরিয়ে আসার পর করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে বলে দেশটিকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডয়েচে ভেলে
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন আরও ১ হাজার ২৬২ জন, যা একদিনে সর্বাধিক মৃত্যু।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে জানান, দেশটিতে একদিনে নতুন করে ২৮ হাজার ৯৩৬ জন করোনা শনাক্ত হয়েছেন এবং এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৮ হাজার ২৭ত জন। করোনায় মারা গেছেন ৩১ হাজার ৩০৯ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৫৭০ জন। ওয়ার্ল্ডোমিটার
করোনা নিয়ন্ত্রণে লকডাউন ও কড়া নিষেধাজ্ঞার বিপক্ষে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জইর বোলসোনারো। অর্থনীতির গতি ধরে রাখতে সবাইকে কাজে যোগ দেয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছেন এবং সরকালের সঙ্গে মতানৈক্যের কারণে একমাসের মধ্যেই পদত্যাগ করেছেন দেশটির দুই স্বাস্থ্যমন্ত্রী।