Breaking News

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার পেরিয়েছে, বিশ্বে সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয়

সতর্কতা সত্ত্বেও ব্রাজিলের কয়েকটি রাজ্য কোয়ারেন্টাইন বিধি থেকে বেরিয়ে আসার পর করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে বলে দেশটিকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডয়েচে ভেলে

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন আরও ১ হাজার ২৬২ জন, যা একদিনে সর্বাধিক মৃত্যু।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে জানান, দেশটিতে একদিনে নতুন করে ২৮ হাজার ৯৩৬ জন করোনা শনাক্ত হয়েছেন এবং এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৮ হাজার ২৭ত জন। করোনায় মারা গেছেন ৩১ হাজার ৩০৯ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৫৭০ জন। ওয়ার্ল্ডোমিটার

করোনা নিয়ন্ত্রণে লকডাউন ও কড়া নিষেধাজ্ঞার বিপক্ষে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জইর বোলসোনারো। অর্থনীতির গতি ধরে রাখতে সবাইকে কাজে যোগ দেয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছেন এবং সরকালের সঙ্গে মতানৈক্যের কারণে একমাসের মধ্যেই পদত্যাগ করেছেন দেশটির দুই স্বাস্থ্যমন্ত্রী।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *