জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দেশের বিভিন্ন স্থানে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকিৎসক জনান, জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনজন। করোনায় আক্রান্ত কি না তা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।চ্যানেল২৪
মুন্সিগঞ্জ পৌরসভা ও টঙ্গীবাড়ি উপজেলায় জ্বর, সর্দি, শ্বাসকষ্টে দুজন মারা গেছেন। দুজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। ২ জন করে মারা গেছেন ঝালকাঠি, গাজীপুর ও চাঁদপুরে। একই উপসর্গ নিয়ে চট্টগ্রাম, মৌলভীবাজার, রাজশাহী ও ঠাকুরগাঁও-এ মারা গেছেন আরও চারজন।