দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শর্তসাপেক্ষে তৈরি পোশাক খাতের কারখানা চালু করা হয়েছে। গত ২৬ এপ্রিল থেকে এসব কারখানা চালু করা হয়।তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজেএমইএ’র তথ্য মতে ২৮ মে পর্যন্ত ৮৪ জন পুরুষ এবং ২৬ জন মহিলা শ্রমিকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি সনাক্ত করা হয়েছে। শুক্রবার এ তথ্য জানায় সংগঠনটি।
জানানো হয়, বিজিএমইএ’র সদস্য ভুক্ত ২,২৭৪ কারখানার মধ্যে বর্তমানে ১,৯২৬ চালু রয়েছে। কারখানা খোলার পর থেকে এই ৩২ দিনে ১১০ জন পোশাক শ্রমিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মাধ্যে ৭ জন শ্রমিক করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছে বলে জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, করোনাকালে প্রত্যেকটি কারখানায় সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি পরিপালন করা হয়। এর জন্য কারখানা খোলার আগেই বিজিএমইএ’র একটি পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে। যাদের কাজ হচ্ছে কারখানাগুলো স্বাস্থ্যবিধি মানছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং সেই আলোকে ব্যবস্থা গ্রহণ করা। তবে এখন পর্যন্ত এ কমিটি কোন ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা যায়নি।