Breaking News

২০১৯ সালের মতো আরেকটি হা’মলা থেকে রক্ষা পেলো কাশ্মীরের পুলওয়ামা

ওই পরিমাণ বিস্ফোরক থেকে বড়সড় হা’মলা হতে পারত। পুলিশ জানিয়েছে, গাড়িতে নকল রেজিস্ট্রেশন নম্বর ছিল। বৃহস্পতিবার সকালে এক চেক পোস্টে গাড়িটিকে দাঁড়াতে বলা হলে সেটি গতি বাড়িয়ে ব্যারিকেড ভেঙে বেরিয়ে যেতে চেয়েছিলো। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
[৩] পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, ‘নিরাপত্তা বাহিনী গু’লি চালাতে শুরু করে। গাড়ির চালক পালিয়ে যায়। কিন্তু গাড়িতে রেখে যায় বিপুল পরিমাণে আইইডি। আমরা গোয়েন্দা বাহিনীর কাছে খবর পেয়েছিলাম হা’মলা হতে পারে। গতকাল থেকেই বিস্ফোরকভর্তি একটি গাড়ির সন্ধানে ছিলাম আমরা।’

[৪] গাড়িটি থেকে আইইডি অতি সাবধানে নামানো হয়েছে। পরে ‘বম্ব ডিজপোজাল স্কোয়াড’ এসে সেগু’লি ধ্বংস করে দেয়। বিজয় কুমার জানিয়েছেন, এটি ছিল সেনা, পুলিশ ও আধা সামরিক বাহিনীর যৌথ অভিযান।
[৫] গত বছরের ফেব্রুয়ারিতে পুলওয়ামাতেই এক আত্মঘাতী গাড়ি বো’মা হা’মলাতে নি’হত হয়েছিলেন চল্লিশ জন সিআরপিএফ সদস্য। সেই হা’মলার জবাব দিতে ভারতও হা’মলা চালিয়েছিল পাকিস্তানে ঢুকে।
[৬] গত দু’মাসে জম্মু ও কাশ্মীরে হা’মলা বৃদ্ধি পেয়েছে। ৩০ জন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা নি’হত হয়েছেন। সেই সঙ্গে নিরাপত্তা বাহিনীর গু’লিতে মারা গেছেন ৩৮ জন।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *