Breaking News

করোনায় সচেতন হতে বলার জেরে মুসল্লির মাথা ফাঁটালো বখাটেরা

এই করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ আদায় করতে বলায় মাদারীপুরের কালকিনিতে ফারুক চৌকিদার(৪৮) নামে এক মুসল্লির মাথা ফাঁটিয়ে দিয়েছে বখাটেরা। তাকে গুরুতর আ’হত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ হা’মলার ঘটনায় রোববার সকালে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এলাকা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের রশিদ হাওলাদারের ছেলে ফারুক ওই এলাকার চৌকিদার বাড়ি জামে মসজিদে শনিবার আসর ওযাক্তের নামাজ পড়তে যান। এসময় তিনি মসজিদের সকল মুসল্লিদের সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করার জন্য বলেন। এ নিয়ে নামাজ শেষে ফারুক হাওলাদারের সঙ্গে একই এলাকার মোফাজ্জেল চৌকিদারের তর্কবিতর্ক হয়।

এক পর্যায় ক্ষিপ্ত হয়ে মোফাজ্জেলের নেতৃত্বে রুদ্র, অভি, শান্ত ও বিপ্লবসহ বেশ কয়েকজন যুবক মিলে মুসল্লি ফারুক হাওলাদারকে পিটিয়ে তার মাথা ফাঁটিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে ।র’ক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আ’হত ফারুক হাওলাদার বলেন, আমি সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে বলায় আমাকে মোফাজ্জেলসহ বেশ কয়েকজন মিলে মারধর করেছে।

তবে এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত মোফাজ্জেল চৌকিদার ঘটনা অস্বীকার করেন।এ ব্যাপারে কালকিনি থানার এসআই আল ইমরান বলেন, অভিযোগ পেয়েছি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *