Breaking News

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে মানুষ না খেয়ে মরবে না : খলিলুর রহমান

শুক্রবার ডিবিসি টিভির টকশোতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) বলেন, এ দুর্যোগের মাঝে যারা পরিবার নিয়ে অর্থনৈতিক কষ্টের মধ্যে রয়েছে, তাদের সকলের নিকট খাবার পৌঁছে দেয়া হচ্ছে। এই তালিকায় কর্মহীন বেকার মানুষও রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সব শ্রেণীর মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি কাউকে খালি হাতে ফেরাবেন না। করোনার এ দুঃসময়ে সবার পাশে থাকবেন।

খলিলুর রহমান বলেন, দেশে করোনা প্রতিরোধ করতে কষ্ট হলেও সেটার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। পূর্বের অভিজ্ঞতা না থাকায় প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।

সরকারের এই অতিরিক্তি সচিব আরো  বলেন, করোনা মোকাবেলায় জনগণকে সহায়তা করতে হবে। সঠিকভাবে বিধি নিষেধ মেনে চলতে হবে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *