Breaking News

আ.লীগের সাধারণ সম্পাদক সাহেব অত্যন্ত সুবেশী ও টিপটপ জেন্টেলম্যান: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, আমাদের তিনি সুযোগ পেলেই বিএনপিকে আ’ক্রমণ করেন এবং তার সুন্দর সুলোলিত ভাষায় সেই আ’ক্রমণগুলো করেন।

মির্জা ফখরুল বলেন, আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে, আপনি যে কথাগুলো বলেন, আপনি কী সেটা পরে আবার শুনেন কি বলছেন? শুনা উচিত এজন্য যে, তাহলে আপনি নিজেই বুঝবেন যে, জনগণ আপনার কথা বিশ্বাস করছে না, তাহলে নিজেই বুঝবেন যে, এই কথাগুলো সঠিক নয়।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের পিপিই প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *