Breaking News

মদের দোকানে ভিড় ঠেকাতে পুলিশের লাঠিপেটা | সংবাদ

কেন্দ্রীয় সরকারের নির্দেশে খুলে দেয়া হয় মদের দোকান। এতে দোকানের সামনে দাড়িয়ে গেলেন শত শত মানুষ। গতকাল সোমবার সকালে এমনই ছবি দেখা গেছে ভারতের একাধিক জায়গায়। আর ভিড় ঠেকাতে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, নির্দিষ্ট বিধি মেনে মদ বিক্রি অনুমতি দিয়েছে সরকার। তার অন্যতম দুটি শর্ত মদের দোকানের সামনে পাঁচজনের বেশি জড়ো হওয়া যাবে না এবং একজনের থেকে আর একজনের দূরত্ব থাকতে হবে ছ’ফুট।
এদিকে, কলকাতার কালীঘাট দমকল কেন্দ্রের পাশের মদের দোকান থেকে মদ কেনার জন্য সোমবার সকালে লাইনে দাঁড়িয়ে পড়লেন কয়েকশ’ মানুষ। তাদের মধ্যে দুই গজের দূরত্ব তো অনেক দূরের কথা দুই ইঞ্চিও ফাঁক নেই।

একজনের ঘাড়ে আর একজন উঠে পড়ার মতো অবস্থা। এই পরিস্থিতি তৈরি হতেই ঘটনাস্থলে যায় কালীঘাট থানার পুলিশ। লাঠি চালিয়েও ভিড় ফাঁকা করতে পারেনি প্রশাসন। পরিস্থিতি বেগতিক দেখে মদের দোকানের মালিককে দোকান বন্ধ করে দেয়ার নির্দেশ দেয় পুলিশ।
এদিকে দিল্লির কাশ্মীরি গেটে মদের দোকানের লাইনে কোনো সামাজিক দূরত্ব না মেনেই লম্বা লাইনে কাছাকাছি মানুষ দাঁড়িয়ে ছিল। লকডাউনের নিয়ম না মানার জন্য পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে মদের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে মদ না পেয়ে দোকান ভাঙচুরের চেষ্টা চালানো হয়। হুগলি, বাকুড়া, পশ্চিম বর্ধমানেও মদের দোকানের বাইরে দিক থেকে ভিড়ের ছবি দেখা গিয়েছে। কোথাও সামাজিক দূরত্বের বালাই নেই। সময় টিভি

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *