ঈদের আগে শপিং মল, দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারকে প্রতি আহ্বান জানান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, এবারের ঈদ আনন্দের ঈদ না, শপিংয়ের ঈদ না। করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকার সংক্রামক রোগ প্রতিরোধ নির্মূল আইন ২০১৮ জারি করে সমগ্র দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।
পরিস্থিতি মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপের উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সরকারের এত বাস্তব, যৌক্তিক ও কঠোর পদক্ষেপের পরও আইইডিসিআর আশঙ্কা করছে মে মাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫০ হাজার অতিক্রম করবে।
যাদের ঈদের কেনাকাটার সামর্থ্য আছে, তাদের কেনাকাটা না করে সেই অর্থ কর্মহীন, আয়হীন, অসহায় মানুষকে দেওয়ার আহ্বান জানান ইনু ও শিরীন।