Breaking News

সাড়ে ৫ কোটি মাস্ক ফ্রি বিতরণের পর আরো ৪ কোটি মাস্ক দিচ্ছে তুরস্ক সরকার

তুরস্কের ফার্মাসিস্টদের এ্যাসোসিয়েশন এরদোগান কোলাক প্রথম পর্যায়ে ৫৫ মিলিয়ন ফ্রি মাস্ক বিতরণ করে। দ্বিতীয় পর্যায়ে এ এ্যাসোসিয়েশনের উদ্যোগে আরো ৪০ মিলিয়ন মাস্ক বিতরণ শুরু হয়েছে। আনাদোলু
[৩] মাস্ক বিতরণকেই তুরস্ক করোনাভাইরাস প্রতিরোধের প্রথম ধাপ হিসেবে বিবেচনা করে এ উদ্যোগ নেয়। এ কারণে বিনামূল্যে তা বিতরণ করা হচ্ছে। মিডিল ইস্ট মনিটর

[৪] গত ১১ মার্চ তুরস্কে প্রথম করোনাভাইরাস রোগির নাম লিপিবদ্ধ হওয়ার সময় দিনে ৫ লাখ মাস্ক তৈরি হত দেশটিতে। এ উৎপাদন ধারাবাহিকভাবে দিনে ১ কোটি ২০ লাখে উন্নীত করা হচ্ছে।
[৫] তুরস্কের ফার্মাসিস্ট এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে সারাবিশ্ব করোনা ক্রান্তিকাল অতিক্রম করছে। মাস্ক ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা তাই জরুরি। ওষুধের দোকানগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকরা রাখতে পারে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *