Breaking News

সিংগাইরে অন্তঃস্বত্তা নারীকে কুপিয়ে জখম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের চর মগড়া গ্রামে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে ৫ মাসের অন্তঃস্বত্তা দুলেনাকে (৩৬) কুপিয়ে জখম করেছে প্রতিবেশী মহিউদ্দিন ও তার পরিবারের লোকজন। আ’হত ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুলেনার স্বামী জাহিদ হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রোববার (৩ মে) সকালে সরেজমিনে জানা যায়, ওই গ্রামের জমির আলী ওরফে জুলমতের পুত্র মহিউদ্দিন (৪৫), মেয়ে আমেনা (২৩) ও জসিম উদ্দিনের (২৬) পরিবারের সাথে দুলেনার পরিবারের মধ্যে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে কলহ চলছিল। এর জের ধরে গত শনিবার বিকেলে মহিউদ্দিন লোকজন নিয়ে দুলেনার বাড়িতে গিয়ে তার স্বামী জাহিদকে মারধর করে । এ সময় দুলেনা এগিয়ে গেলে তার ওপর ও চড়াও হয়। আত্মরক্ষার্থে সে তার বাবার ঘরে আশ্রয় নেয়। স’ন্ত্রাসীরা ওই ঘরে ঢুকে অন্তঃস্বত্তা ওই নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে ।র’ক্তাক্ত জখম করে এবং লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে।

অভিযুক্ত মহিউদ্দিন বলেন, ছোট বাচ্চাদের নিয়ে পারিবারিক কলহের জেরে দুলেনার স্বামী জাহিদকে লাঠি দিয়ে একটি বারি দেয়া হয়েছে। তাছাড়া দুলেনার দা’য়ের আঘাতেই তার কপাল কেটে গেছে বলে তিনি জানান।সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডা. তাসফিয়া আলম বলেন, আলট্রাসনোগ্রাম রিপোর্টে দেখা যায় দুলেনার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়নি। তবে তার কপালে ইনজুরিসহ শরীরের একাধিক স্থানে নীলা ফুলা জখম রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কর্মকর্তা এসআই রুবেল অন্তঃস্বত্তা দুলেনাকে মারধরের কথা স্বীকার করে বলেন, তদন্ত স্বাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *