চট্টগ্রাম প্রতিনিধি : জেলার একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া চিকিৎসাধিন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ আমদ শফী’র শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে।
তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।
সোমবার সন্ধ্যায় পৌনে ৬টয় হেফাজত আমিরের মেজ ছেলে ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী এ প্রতিদেককে এমটা নিশ্চিত করেন। এছাড়া তাঁর শারীরিক সুস্থতায় জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন ও গুজব না ছড়াতে এবং গুজবে কান না দেয়ারও তিনি আহ্বান জানান।
গত ১১ এপ্রিল (শনিবার) বিকাল সাড়ে ৫টার দিকে আগে বমি, মাথাব্যাথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দূর্বলতাসহ নানা সমস্যায় নিয়ে হফোজত আমিরকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর থেকে সেখানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা: মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন।
প্রসঙ্গত, শতবর্ষী প্রবীণ আলেম আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন।সম্পাদনা: জেরিন আহমেদ