চিত্রনায়ক ওমরসানী সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের কারণে এর মাঝেই বেশ কয়েকবার তিনি সমালোচনার মুখোমুখি হন। এদিকে ওমরসানী আবারও আলোচনায় এলেন শাকিব খানকে নিয়ে মন্তব্য করে। একটি গণমাধ্যমে তিনি বলেন, শাকিব খানের জন্ম আমার ড্রয়িংরুমে হয়েছে। ওমরসানী শাকিব খানের প্রথম সিনেমার গল্প শোনান। যে সিনেমায় অভিনয় করেছিলেন ওমরসানীর শ্যালিকা ইরিন জামান।
সানী বলেন, ‘চলচ্চিত্রের শাকিবের জন্ম হয়েছে আমার ড্রয়িংরুম থেকে। সেই দৃশ্য এখনো খুব মনে পড়ে। তখন মৌসুমীর ছোট বোন ইরিন চলচ্চিত্রে নামার প্রস্তুতি নিচ্ছে। একদিন পরিচালক সোহানুর রহমান সোহান আমার উত্তরার বাসায় রানা নামে একটি ছেলেকে নিয়ে হাজির। ড্রয়িংরুমে ছিলাম আমি, মৌসুমী, ইরিন। সোহান ভাই মৌসুমীকে বললেন, তুমি যদি রাজি থাকো, তাহলে এই ছেলেকে ‘অনন্ত ভালোবাসা’ ছবিতে ইরিনের বিপরীতে নায়ক বানাব। তা না হলে রিয়াজকে নিয়ে নেব। অনেক আলাপ-আলোচনার পর মৌসুমী ছেলেটির মাথায় হাত রেখে দোয়া করে দিল। এই সেই ছেলে, আজকের শাকিব খান। তারপর থেকে সে আমাকে ভাইয়া আর মৌসুমীকে ভাবি বলে ডাকে। এর আগে নিজেও এক অনুষ্ঠানে সেদিনের সেই ড্রয়িংরুমের গল্প বলেছিল শাকিব।