Breaking News

আইন এখন বেআইনি লোকের হাতে: মুহাম্মদ ইবরাহিম

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেছেন, আইন এখন বেআইনি লোকের হাতে, তাই আইনের সেই মর্যাদা এখন আর নেই। যতক্ষণ পর্যন্ত বেআইনি লোক আইনকে হ্যান্ডেল করবে ততদিন এই বাংলাদেশ নিরাপদ নয়।

রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ইবরাহিম বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সাহসী বীরপুরুষ। তিনি সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করছেন। আমাদের অবশ্যই করণীয় তার পরিবারকে তার জন্য অভিনন্দন জানিয়ে যাওয়া। এছাড়া জানিয়ে যাওয়া যে আমরা তার কষ্টে মনবেদনায় সাথে রয়েছি।

তিনি বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার কোন পরিবারের ইজ্জত রক্ষা করছে না। আমরা ব্যথিত চিত্রে স্মরণ করছি মধ্যরাতে তিনটার সময় বাড়ি ঘেরাও করে চতুর্দিকে বাতি বন্ধ করে তারা বাড়ির মধ্যে ঢুকেছে। আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, এই সরকার বেআইনি কাজ করছে তো করছেই আমরা আশা করব অশোভন কাছ থেকে বিরত থাকবে। সকল পরিবারের নিরাপত্তা এবং ইজ্জত রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

আগামী ৩০ ডিসেম্বর যে গণমিছিল হবে তার সাথে আমরা ১১টি দল অবশ্যই রয়েছি। ১১টি দল তাদের দক্ষতার সক্ষমতা অনুযায়ী ইনশাআল্লাহ কর্মসূচিতে উপস্থিত থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব ফারুক রহমান।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

17 comments

  1. True

  2. আইন এখন বেআইনি লোকের হাতে দেশ চালায় জনগণের ভোট ছাড়া সরকার এ রাষ্ট্র কে মেরামত করতে হবে

  3. আইনের চেয়ারে বসে সব বে আইনি কথা

  4. M Sumon Islam Sumon

    সহমত

  5. Right

  6. Yes. HASINAR. Char. Koni. Majotar. AwLik. Cot

  7. 100% ঠিক

  8. রাইট

  9. রাইট

  10. রিমা আক্তার

    Right

  11. রাইট

  12. সহমত

  13. আওয়ামী লীগ, জামাত, বিএনপি, জাতীয় পার্টি, বাম দল ও অন্যান্য ইসলামী দল গুলোর এক দফা এক দাবী ———বেনামে লোন এবং সুইস ব্যাংকে পাচার করা টাকা সরকার কবে ফেরত আণবি ?????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *