Breaking News

দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ বিএনপির

নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আতাউর রহমান ছয়দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি আরও অভিযোগ করে বলেন, ‌‘ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিমকে তিনদিন ধরে পাওয়া যাচ্ছে না। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। কিন্তু তারা স্বীকার করছে না।’

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
প্রিন্স বলেন, আবদুর রহিমের মা আবেদা খানম রাজধানীর ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে তিনি উল্লেখ করেছেন, ১২ ডিসেম্বর রাত ৮টা থেকে রহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার পর তার ফোন খোলা ছিল। কিন্তু ১৩ ডিসেম্বর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রহিমকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। তিনি তাদের হেফাজতেই আছেন।

আতাউর সম্পর্কে প্রিন্স বলেন, তিনি ছয়দিন ধরে নিখোঁজ। পরিবার বলছে, তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। কিন্তু স্বীকার করছে না।

তিনি বলেন, আমি অবিলম্বে এই দুজনের সন্ধান দাবি করছি। পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *