Breaking News

জামায়াত আমিরের মুক্তি চাইলেন ১১ দলের শীর্ষ নেতারা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি করেছে বিশদলীয় জোটের শরিক ১১টি দলের শীর্ষ নেতারা।

বুধবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই দাবি জানিয়ে বলেন, ‘অনির্বাচিত অবৈধ আওয়ামী সরকার বিরোধী দলের বিরুদ্ধে হামলা-মামলা গ্রেপ্তারসহ নানা ধরনের হয়রানি অব্যাহত রেখেছে।’

নেতৃবৃন্দ বলেন, ষড়যন্ত্র করে পুলিশ ও দলীয় ক্যাডার দিয়ে শক্তি প্রয়োগ করে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।

‘সরকার বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় নামিয়ে আনছে’ উল্লেখ করে তারা আরও বলেন, ‘ভয়-ভীতি দেখিয়ে মামলা-হামলা দিয়ে এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।’

নেতারা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এবং বিরোধী দলীয় সকল গ্রেপ্তারকৃত নেতার মুক্তি দাবি করেন।

বিবৃতিদাতারা হলেন- জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইব্রাহিম বীর প্রতীক, লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইসলামী ঐক্য জোটের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

One comment

  1. But why not BNP?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *