Breaking News

১০ ডিসেম্বরের খেলায় আওয়ামী লীগ জিতেছে: কাদের

বিএনপিদলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করলেও সরকার পতন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ১০ ডিসেম্বরের খেলায় আমরা জিতে গেছি।

সোমবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বরের (বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হয়েছে) খেলায় আমরা জিতে গেছি। খেলা হবে, নির্বাচনেই ফাইনাল খেলা হবে। নির্বাচন হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতিবাজ তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের দল আবারও সরকার গঠন করবে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করলে সরকার পতন হবে না। ৩৫০ জন সদস্য নিয়ে সরকার গঠিত হয়েছে। জাতীয় পার্টি, বিকল্পধারা আছে।

বিএনপির উদ্দেশে কাদের বলেন, বিএনপি এখনও তত্ত্বাবধায়ক সরকার চায়। তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করা হয়েছে। পাকিস্তান ছাড়া বিশ্বের কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন চট্টগ্রাম নগরের জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত এ ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

18 comments

  1. নো পুলিশ জিতেছে

  2. কাওয়া কা কা

  3. আওয়ামীগ জিতেছে কে বলেছে,,,,
    জিতেছে পুলিশ,,,

  4. থুথু

  5. দলিয়া গূন্ডাপুলিশ দিয়ে

  6. নিজেরঢ়োলনিজেবাজান

  7. 1/11 ar DGFI ar kotha mone nai?

  8. পুলিশ নাথাকলে কি হয়তো

  9. ফাকা মাঠে। সবাই রে ঘরে বন্ধ করে রাখে।

  10. আর পুলিশ কি পরাজিত হয়েছে

  11. Azizur Rahman Hussain

    কাউয়া জেতেছে

  12. চৌধুরী সাহেব

    পাগল দেখছি কিন্তু এতটা পাগল দেখি নাই। ১০তারিখ ছিলো বিশ্ব মানবাধিকার দিবস, এইটাকে টার্গেট করে বাংলাদেশের মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে তা বিশ্বকে দেখানোর জন্য বিএনপির ১০ তারিখ সমাবেশে আয়োজন, যা ৭ তারিখে বিশ্বকে জানান দিয়েছে বিএনপি এবং ফলও পেয়েছে ১৮টি দেশের এক সাথে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়ে, এখন কে জিতলো কাকু।

  13. মেঘে ঢাকা আকাশ

    পুলিশ ছাড়া খেলতে আসুক,,তখন দেখা যাবে কে হারে কে জিতে

  14. ছাগলের বাচ্চা।

  15. M Sumon Islam Sumon

    নিজের চোখে দিয়ে কাজম
    নিজের রুপে নিজেই পাগল।

  16. আওয়ামী লীগ জুতা খাইছে ১০ ডিসেম্বর।

  17. কাউআ তুমি
    মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়ে খেলা করো।
    বিএনপির সাথে খেলার মতো বয়স তোমার হয়নি।

  18. একজনের হাতে লাঠি আরেকজনকে হাত পা বাধা
    এটা খেলা না বিতলামি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *