সরকারি বেতন ভাতা ফেরত চাইলেন সাংবাদিক, জবাব দিলেন রুমিন ফারহানা,দেখুন ভিডিওতে,
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন আমির খসরু
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এমন দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনাগুলো নিজেদের মধ্যে রাখাই ভালো।
আমির খসরু বলেন, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ভদ্রলোক এসেছেন। তাকে নিয়ে জার্মান অ্যাম্বাসেডর আমাদের এখানে আলাপ করতে এসেছেন। আমাদের আলোচনা হয়েছে। এগুলো নিয়ে বাইরে আলোচনা করার খুব একটা সুযোগ থাকে না।
এর আগে আজ রোববার বিকেল ৩টায় এ বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী চলা বৈঠক বিকেল চারটার দিকে শেষ হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আমির খসরু বলেন, এ বৈঠকগুলো একান্ত বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক। এসব বৈঠকের আলোচনাগুলো নিজেদের মধ্যে রাখাই ভালো। এগুলো নিয়ে বাইরে আলোচনা করার খুব একটা সুযোগ থাকে না। এগুলো নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি। এর বাইরে আর বলার সুযোগ নেই।
নয়াপটনের সমাবেশ করতে না পারায় বিএনপির পরাজয় হয়েছে- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, জয় পরাজয় তো বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। এটা কোনো রাজনৈতিক দলের বলার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার সুযোগ পাবে, তখন মানুষের হাতেই জয় পরাজয় থাকবে।
আওয়ামী লীগের উদ্দেশে খসরু বলেন, যারা বোঝে না তাদের জন্য বলছি- কূটনৈতিকদের দায়িত্ব হচ্ছে এক দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়ে খোঁজখবর রাখা। তাদের হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হয়। এটা তাদের দায়িত্ব। এটা তো নতুন কিছু না। এটা আগে থেকেই হয়ে আসছে।
সাংবাদিক ফেরত চাইলো কেন?
Pm thrade দিয়েছে তাই ভয় পেয়েছে আর কি
বেতন ভাতা সাংবাদিক কে কেন দেবে।না চ্যানেল থেকে বেতন পায় না।
কোটি কোটি টাকা বিদেশের পাচার করছে কই এগুলো তো ফেরত চাইনা কেও
ভালো হয়েছে এতদিন জনগণের কথা চিন্তা করে লন্ডনে তারেকের কাছে যেতে পারে নাই এবার দির্ঘদিন থাকতে পারবে
এখন টাকা পাইব কোথায়,কাহারো বিছানার রাতের সংগী হতে হবে নতুবা লন্ডনে তারেকের কাছে যেতে হবে।
পা চাটা সাংবাদিক।
কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়,
কুকুরের পায়ে কামড় দেয়া পথিকের কি শোভা পায়?
সাংবাদিক দালাল
সাংবাদিক দালাল
Kno darkar nai bnpir Joi hobei jhamhater Joi hobei
রওশন এরশাদ এর পিছনে রাস্ট্র কুটি কুটি টাকা খরচ করতেছে, দেশের জানি তার অবদান কি? প্রশ্ন করবেন সানবাদিক ভাই?
আওয়ামী সাংবাদিক ।
সরকার, সংসদ সব অবৈধ বেতন ভাতা অবৈধ না ?
Hanki,janagoner,taka,ferot,de,abar,london,jaiya,faraj,kam,adai,kor,toder,kela,ses,fild,hali
amrao boli 48 masar baton vata farot din, apnar boro boro kothar dam din
গাঁজা খুর সাংবাদিক।
সাংবাদিক এটা বলার অধিকার রাখে। এ সাংবাদিক না সাংবাদিক
Eida kono sangbadik noy eita awamiliger pasatagola o. Jarok sontan