ঢাকা মহানগরে রাতে অগ্নিসংযোগ, বোমাবাজির আশঙ্কা করছে পুলিশ। এ জন্য পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ বুধবার বিকেলে ডিএমপি কমিশনার এই নির্দেশনা দেন।ডিএমপির সকল কর্মকর্তাদের রাতে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সড়কে তল্লাশ চৌকি বাড়ানোর, পেট্টোলিংয়ে থানা-পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নয়াপল্টন থেকে অসংখ্য বোমা উদ্ধার: এদিকে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া ঘটনাস্থল থেকে অসংখ্য বোমা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির উপ কমিশনার বিপ্লব কুমার সরকার।
তিনি বলেন, জনগণের সেফটি এবং সিকিউরিটিকে যারা নষ্ট করতে চায় তাদের কোনোভাবে ঢাকা মহানগর পুলিশ ছাড় দেবে না। এরই অংশ হিসেবে আমরা যখন দেখলাম জনগণের জানমালের জন্য হুমকিস্বরূপ কার্যক্রম হচ্ছে নয়াপল্টন এলাকায়। শুধু তাই নয় পুলিশের ওপর হামলা ও বোমা নিক্ষেপ হয়েছে, তখন আমরা অভিযান পরিচালনা করেছি। নয়াপল্টন থেকে অবৈধ জনতাকে ছত্রভঙ্গ করেছি। অসংখ্য সন্ত্রাসী গ্রেপ্তার করেছি। এছাড়া অসংখ্য বোমাও উদ্ধার করা হয়েছে।
মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে গ্রেপ্তারের সংখ্যা বলা যাবে না, আমরা এখন অ্যাকশনে আছি। তবে গ্রেপ্তারের সংখ্যা অসংখ্য।
বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে পুলিশ গ্রেপ্তার করেছে কি না পুলিশ- জানতে চাইলে তিনি বলেন, তারা এখন পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ খুব ভয়ংকর প্রতিপক্ষ।
পুলিশ খুব ভয়ংকর প্রতিপক্ষ।
নাটক কম করেন
নাটক কম করেন
সব নাটকের হিসাব দেওয়া লাগবে
সব নাটকের হিসাব দেওয়া লাগবে
বিএনপিকে ফাঁসানোর জন্য এবার বোধহয় কিছু পুলিশকে বলির পাঠা বানাবে।
বিএনপিকে ফাঁসানোর জন্য এবার বোধহয় কিছু পুলিশকে বলির পাঠা বানাবে।
কারা করবে এই সব
কারা করবে এই সব
মুখ এখনই বাকা, মরার পর কি হবে জানিনা?
মুখ এখনই বাকা, মরার পর কি হবে জানিনা?
তার মানে আর কিছু বাকি আছে,এরপরও মনে হচ্ছে কিছু একটা সামনে আছে,তা নাহলে এতো বেপরোয়া কেন
তার মানে আর কিছু বাকি আছে,এরপরও মনে হচ্ছে কিছু একটা সামনে আছে,তা নাহলে এতো বেপরোয়া কেন
ডিএমপি তোর নাটক বের করবো
ডিএমপি তোর নাটক বের করবো
আপনারা করবেন
আপনারা করবেন
শালা চোর একটা
শালা চোর একটা
Khanker poola bagonmaa madar chod koi ke
Khanker poola bagonmaa madar chod koi ke
তাহলে নাটকের শেষ অংশ এখনো বাকি
তাহলে নাটকের শেষ অংশ এখনো বাকি
Ay kuttar bacchara tora pulis namer kongko
Ay kuttar bacchara tora pulis namer kongko
বাংলাদেশ ধ্বংসের মুল
পুলিশ
বাংলাদেশ ধ্বংসের মুল
পুলিশ
এরা আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসী এরা নিজেরা এইগুলা করবে জনগণ সতর্ক থাকবেন
এরা আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসী এরা নিজেরা এইগুলা করবে জনগণ সতর্ক থাকবেন
পুলিশ সব দালাল হয়ে গেছে
পুলিশ সব দালাল হয়ে গেছে